মাধবপুরে ১২০ বোতল মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ৯:০৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৩ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জয়নগর এলাকা থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ধর্মঘর বিওপির জোয়ানরা জয়নগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করে।
৭ ফেব্রুয়ারি দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন, চুনারুঘাটের ক্যাপ্টেন পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাজ্জাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গভীর রাতে ধর্মঘর বিওপির সুবেদার মো. আবু হানিফের নেতৃত্বে বিজিবি জোয়ানরা মাধবপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার মদের সিজার মূল্য ধরা হয়েছে এক লাখ আশি হাজার টাকা।