বিচারপতি নজরুলের ওপর সরকারের কোনো চাপ নেই
নিউজ ডেস্ক :: অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা থেকে সরে দাঁড়ানোয় তাকে সাধুবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মীর কাসেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নেন নজরুল ইসলাম চৌধুরী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন, ‘বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী যখন অবসরে গিয়েছেন তখন আমার বদ্ধমূল ধারণা ছিলো তিনি সরকারি বাড়ি ছেড়ে দিয়েছেন এবং গানম্যান ছেড়ে দিয়েছেন। এরপর যেদিন তিনি মীর কাসেম আলীর পক্ষে মামলায় শুনানি করছেন সেদিন এক সহকর্মী (সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) বিষয়টি আমাকে অবহিত করেন। তখন আমি পরের দিন সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করি।’
বৈরি চাপে বিচারপতি নজরুল নিজেকে প্রত্যাহার করেছেন এমন মন্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি আপত্তি জানানোর পরও বিচারপতি চৌধুরী মামলার কার্যক্রমে অংশ নিয়েছেন। এখন উনি কেন এ সিদ্ধান্ত নিয়েছেন সেটা তিনি ভালো জানেন। আমি তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই।’
সরকারি সুবিধা নিয়ে মামলা পরিচালনাকে অনৈতিক বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল।