মাহফুজ আনামের বিরুদ্ধে অব্যাহত মামলায় আইএফজে’র গভীর উদ্বেগ
নিউজ ডেস্ক :: বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)’।
মঙ্গলবার সংগঠনটি বিবৃতি দিয়ে বলেছে, মাহফুজ আনামের বিরুদ্ধে ধারাবহিক মামলা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক এগারোর তত্বাবধায়ক সরকারের আমলে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সরবরাহকৃত কিছু তথ্য যাচাই বাছাই না করে ছাপানোকে নিজের সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল বলে চিহ্নিত করেনে মাহফুজ আনাম।
ডিজিএফআই’র সরবরাহকৃত এসব খবর সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার গ্রেফতারের পথ সুগম করেছে বলে বিতর্ক আছে।
এ ভুল স্বীকারের পর প্রথম প্রতিক্রিয়া আসে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে। তিনি মাহফুজ আনামের গ্রেফতার ও বিচার দাবি করেন।
এরপর বিষয়টি নিয়ে সংসদে বিতর্ক হয়। অনেক সাংসদ সে সময়ের ভুলের জন্য মাহফুজ আনামের বিচার দাবি করেন। মূলত: এরপরই দেশের বিভিন্ন আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে দেশের বিভিন্ন অাদালতে ৪০টি মানহানির মামলা করা হয়েছে। এর মধ্যে ঢাকার এক আদালতে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলাও করা হয়েছে।