ইউরিয়া ক্রয়ে সৌদির সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ৮:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৫৬ বার পঠিত
নিউজ ডেস্ক :: ইউরিয়া সার ক্রয়ে সৌদি আরবের সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সাবিক-এর সদরদপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সাবিক-এর কাছ থেকে ইউরিয়া সার ক্রয় করবে বিসিআইসি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও সাবিক-এর কর্মকর্তারা।