আ.লীগের অনেক নেতারা মাহফুজ আনামের মতো অপরাধ করেছেন
নিউজ ডেস্ক :: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে যে অভিযোগে মামলা হয়েছে আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আছে বলে মন্তব্য করেছেন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক।
বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, মাহফুজ আনামকে নিয়ে যা হচ্ছে তা বাড়াবাড়ির পর্যায়। বিচার হলে সবার হওয়া উচিত। মাহফুজ আনাম এখন যে ভুল স্বীকার করেছেন তা সাত বছর আগে করা দরকার ছিল।
গণতান্ত্রিক সরকার আসার পরই তা তিনি করতে পারতেন। তবে তার ভুল স্বীকারের পর যা হচ্ছে তা সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের মনে কষ্ট আছে।
সে কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছে। মায়ের প্রতি একটু দুর্বলতা বেশি। এজন্য একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফেসবুকে।
কিন্তু সেতো মামলা করেনি। মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলাতো করবে যার মানহানি হয়েছে সে। কিন্তু জয়তো মামলা করেনি।