সিডনিতে কার দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

প্রবাস ডেস্ক :: অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরের ক্যান্টাবুরি এলাকায় কার দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী আহসানুর ফখরু। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। তবে নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ৪টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১১টা) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় রাত পৌনে ৪টার দিকে তিন বাংলাদেশি শিক্ষার্থী প্রাইভেটকারে বাসায় ফিরছিল। পথে বেলমোরের কান্টাবুরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী কারটি রাস্তার পাশ্বে একটি পোলের সজোরে ধাক্কা খেয়ে দুমড়-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত ফখরুর অবস্থাও গুরুতর।
মহাসড়ক পুলিশের কর্মকর্তা স্টুয়ার্ট স্মিথ বলেছেন, রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত গাড়িটি দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ তিনটি গাড়ি পাওয়া যায়। রাস্তায় প্রতিযোগিতা করতে গিয়ে তিন গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছিল কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা।
তবে গাড়ির রেসিংয়ের কথা অস্বীকার করেছেন হাসপাতালে চিকিৎসাধীন ফখরু।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে এসেছেন নিহত ও আহত শিক্ষার্থীদের বন্ধুরা। অনেকে ভিড় করছেন হাসপাতালে। দুর্ঘটনাস্থলে ছুটে নিহতদের বন্ধু রাফি মো. কামরুল জানিয়েছেন, ‘তারা আমার ভাইয়ের মতো ছিল। একসঙ্গে আমরা অনেক সময় কাটিয়েছি। এ ধরনের মৃত্যু মেনে নেয়া আসলে বেশ কঠিন।’
কামরুল বলেন, ‘রাস্তায় কার রেসিংয়ে তাদের অংশ নেয়ার কথা বিশ্বাসযোগ্য নয়। রাস্তায় গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা যে কোন সময় হতে পারে।’
দুর্ঘটনায় নিহতদের স্বজনদের ঠিকানায় যোগাযোগ করার চেষ্টা করছে অস্ট্রেলীয় পুলিশ।