চাইনিজ খেয়ে নয়, শ্বাসরোধ করে হত্যা!
নিউজ ডেস্ক : চাইনিজ খাবার খেয়ে নয়, শ্বাসরোধ করে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিপড়ুয়া ছাত্রী ইশরাত জাহান অরনি (১৪) ও তার ভাই আলভি আমিনকে (৬) হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন ডাক্তার।
মঙ্গলবার (১ মার্চ) ময়নাতদন্ত শেষে এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস।
তিনি বলেন, ‘তাদের গলায় কালো দাগ পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।’
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওরনি ও আলভি আমিন বাবা মায়ের সাথে রামপুরা বনশ্রীর বি-ব্লকের, ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় ভাড়া থাকে। বাবার নাম আমানুল্লাহ আমান। তাদের গ্রামের বাড়ি জামালপুরের নয়াপাড়ায়।
গতকাল অরনির মা মাহফুজা বেগম জানিয়েছিলেন, গতরাতে তারা বনশ্রী এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে রাতের খাবার খান। সে সময় কিছু খাবার বেঁচে গেলে সেগুলো তিনি বাসায় নিয়ে ফ্রিজে রাখেন। পরে দুপুরে ওরনি ও আলভি বাসায় ফিরে ওই খাবার খায়। এর কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে পরে।
সন্ধ্যা হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেলে ঘরে গিয়ে তিনি দেখেন তারা দু’জনই ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকি করেও তাদের ঘুম ভাঙাতে না পেরে আশপাশের লোকজনকে ডাকেন।
প্রতিবেশিরা এসে দুজনকে প্রথমে স্থানীয় একটি মেডিকেলে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হলে রাত ৮টার দিকে তাদের ঢামেকে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।