আজ সোমবার সকাল সোয়া ৮টায় মাশরাফির নেতৃত্বে টাইগাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৬নং গেট দিয়ে বিমান বন্দরের ভেতরে প্রবেশ করে।
বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দিল্লিতে উড়াল দেবেন টাইগাররা। সেখান থেকে একটি চার্টার্ড বিমানে করে তারা হিমাচল প্রদেশের ধর্মশালা পৌঁছাবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য মাত্র একদিন সময় পাচ্ছে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ। অার ফাইনাল হবে ৩ এপ্রিল।