জিয়া মুক্তিযুদ্ধের কলঙ্ক, খালেদার স্থান বাংলায় হবে না
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাসিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কলঙ্ক। তিনি ও তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধপরাধীদের বাংলার মাটিতে জায়গা করে দিয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভায় এ কথা বলেন তিনি। শুরু হয়েছে। সোমবার (০৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে শুরু হয় এ জনসভা।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়া চেষ্টা করেছেন কিন্তু তারা যুদ্ধপরাধীদের রক্ষা করতে পারে নি। এদেশে যুদ্ধাপরাধীদের যেমন স্থান হয়নি, তেমনি খালেদা জিয়ার স্থানও বাংলার মাটিতে হবে না।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।