রাজনগরে দেড় লাখ বিড়িসহ ১ ব্যক্তি আটক
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ, ২০১৬ ৬:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৬২৬ বার পঠিত
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রায় দেড় লাখ ভারতীয় নাসির বিড়িসহ মুকিত মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) ভোরে সদর ইউনিয়নের বাজোয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাজোয়া গ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ৪৪ হাজার ৬০০ ভারতীয় নাসির বিড়িসহ মুকিত মিয়াকে আটক করে র্যাব-৯ এর সদস্যরা।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বাধীন তারোকদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বিড়ির বাজার মূল্য প্রায় ৫৮ হাজার টাকা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।