কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ১, নিখোঁজ ২

নিউজ ডেস্ক: কক্সবাজারে একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় ওই বিমানের পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত দুজন রুশ নাগরিক বলে জানিয়েছেন তিনি।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, বেসরকারি এ কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেওয়ার কাজ করত। ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় বিমানের পাইলটসহ চারজন নিখোঁজ হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।