সৌদিতে ছাদ থেকে পড়ে বরমচালের জাহাঙ্গীরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ, ২০১৬ ৫:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৪১ বার পঠিত

মৌলভীবজার সংবাদদাতা : সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার জাহাঙ্গীর মিয়া (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ মার্চ) দুপুরে জেদ্দায় এ ঘটনা ঘটে।
উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর মিয়া বরমচাল ইউনিয়নের উওরভাগ গ্রামের মধু মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের জেদ্দায় একটি দু’তলা ভবনে কাজ করার সময় হঠাৎ পা পিছলে ভবনের ওপর থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্তলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।