‘শ্রমিক নেওয়ার চুক্তি বাতিলের বিষয়টি জানায়নি মালয়েশিয়া’
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ, ২০১৬ ১০:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৭১ বার পঠিত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার চুক্তি বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি মালয়েশিয়া। রোববার সকালে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ সচিব বেগম সামসুন্নাহার সাংবাদিকদের এ কথা জানান।
প্রবাসী কল্যাণ সচিব বেগম সামসুন্নাহার বলেন, ‘আমাদের লোক প্রেরণের প্রস্তুতি রয়েছে। চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত আমরা কোন কার্যক্রম গ্রহণ করবো না।’
তিনি আরও বলেন, মালয়েশিয়ার সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে সরকার।