হবিগঞ্জে ছাগল চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামে জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করাব গ্রামের খলবাড়ির আদম আলীর সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী মোল্লা বাড়ির নাছির উদ্দিনের ফসলি জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে সোমবার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ জন আহত হয়।
একই বিষয়ের জের ধরে মঙ্গলবার আবারো দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় উভয়পক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- আব্দুল কাইয়ুম (৫০), দিদার আলী (৫০), নাজির মিয়া (৩০), জিয়াউর রহমান (৩৫), অন্তর মিয়া (৬০), সাদ্দাম মিয়া (২০), নেওয়াজ আলী (২০), নোয়াব আলী (৩০), আব্দুল মালেক (২৪), মুর্শিদ মিয়া (২২), জলিল মিয়া (১৯), আব্দুস সামাদ (৪৫), ফারুক মিয়া (৪৫), শাহানা খাতুন (২৬), হাজেরা খাতুন (৩০), ছালেক মিয়া (২০), এরশাদ আলী (৩০), আরিফ মিয়া (১৯), আব্দুল হাই (১৯), জাহাঙ্গির (২৮), রোকেয়া খাতুন (১৬)সহ প্রায় ৩০ জনকে হবিগঞ্জ সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।