মৌলভীবাজার বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির বৃত্তি প্রদান

মৌলভীবাজার সংবাদদাতা:: মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতি প্রতি বছরের মতো এই বৎসর মৌলভীবাজার পৌরসভা সহ আর তিনটি ইউনিয়ন ৭ নং চাঁদনীঘাট ,৮নং কনকপুর এবং ১১নং মোস্তফাপুর ইউনিয়নের মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে। ৪ ডিসেম্বর ২০১৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় দুই শত পঞ্চাশ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেন। দীর্ঘ তিন মাস যাচাই বাছাই শেষে যথারীতি ১৫ জনকে বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রাথমিক বৃত্তি প্রদান করা হয়। এই উপলক্ষে বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতি ১৯ শে জানুয়ারি ২০১৬ রোজ শনিবার বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে অত্র ক্লাবের সভাপতি এডভোকেট দানিয়াল আহমদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাইমিনুর রহমান দিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহিবুল ইসলাম অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ মেজর খালেদুর রহমান, ডঃ সাদিক আহমদ, মোঃ আব্দুল আউয়াল ( প্রাক্তন শিক্ষক), গোলাম মুহিত খাঁন, আব্দুর নুর, আছকর হোসেন । এলাকার গন্য মান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান, নান্না মিয়া, পিপুল খাঁন, আফজাল হোসেন, সায়েমুর রহমান, মঞ্জু হক, আব্দুস সোবহান রাসেল, এবং কামাল আলম মিলু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন আনোয়ার আহমদ, রুপন খাঁন, রাজন আহমদ, জামিল আহমেদ সহ অত্র ক্লাবের সদস্য বৃন্দ। আলোচনা সভায় বক্তারা সবাই বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির এই আয়োজনকে সময়ের যুগান্তকারি আয়োজন হিসেবে তাদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এবং সবাই আশা ব্যক্ত করেন এই মেধা বৃত্তি আয়োজন যেন ভবিষ্যতে আরো বড় পরিসরে হয় এবং মৌলভীবাজার সদর থানার সব ইউনিয়নের ছাত্র ছাত্রীদের এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেয়া হয়।