শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ, ২০১৬ ৮:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৯২ বার পঠিত

মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু দাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। মিন্টু দাসের বাড়ি কুমিল্লা জেলায়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার জানান, মিন্টু দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে ভোরে ভাড়াউড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।