ম্যাগি ডি ব্লক জানান, হামলায় আহত ৩০০ জনের মধ্যে ৬১ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ব্লক এক বিবৃতিতে জানান, ওই হামলায় ৪০টি দেশের নাগরিক হতাহত হয়েছেন। বেলজিয়ামের বিভিন্ন হাসপাতালে ১৫০ জনের চিকিৎসা চলছে। চারজন এখনো কোমায় রয়েছেন।
ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও মায়েলবিক মেট্রো স্টেশনে হামলায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। তবে নিহতের এ সংখ্যাকে ‘সাময়িক’ বলে মন্তব্য করেন ব্লক।
প্রসিকিউটরা জানান, হামলাকারীরা ছিল চারজন। এদের মধ্যে ছিল দুই ভাই- খালিদ এবং ব্রাহিম আল-বাকরাওই। বারকরাওই মারা গেছেন। আর অন্যজন পালিয়ে বেড়াচ্ছেন। আর অন্য দুজনের নাম প্রকাশ করা হয়নি।
ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
ইইউ’র অভ্যন্তরীন এবং বিচার মন্ত্রী বৃহস্পতিবার এ ঘটনায় তাদের করনীয় ও সন্দেহভাজনদের ধরতে বিশেষ কমিটি তৈরি করেছেন।
সূত্র: বিবিসি