মালয়েশিয়া স্টার কাবাব রেস্তোরাঁর উদ্বোধন প্রসঙ্গে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. মাহতাব বলেন, ‘এখানকার খাবার ও পরিবেশ আন্তর্জাতিক মানসম্পন্ন, যা বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। প্রবাসীসহ এখানে বেড়াতে আসা ভোজনপ্রিয় বাংলাদেশিদের কথা মাথায় রেখে রেস্তোরাঁর যাত্রা শুরু হবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে দৃঢ়তার সঙ্গে আরও বলেন, ‘স্টার কাবার ভোজনপ্রিয় প্রবাসী ও মালয়েশিয়ায় বেড়াতে আসা বাঙালিদের মন সম্পূর্ণরূপে ভরাতে সক্ষম হবে। এই কারণে তাদের কথা বিবেচনায় রেখে অভিজ্ঞ বাংলাদেশি ও পাকিস্তানি বাবুর্চি রাখা হয়েছে।’
মালয়েশিয়ার হোটেল সোলিলের পাশে ৪৮ যালান ট্যাংকাট টং সিন, বুকিত বিনতাংয়ে স্টার কাবাবের এই শাখাটি যাত্রা শুরু করবে।