এর আগে গত ২২ মার্চ উচ্চ আদালত থেকে কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জন্য জামিন লাভ করেন আরিফ।
হত্যা ও বিস্ফোরক উভয় মামলায় জামিন পাওয়ায় এখন আরিফুল হক চৌধুরীর কারামুক্তিতে কোন বাধা নেই বলে মনে করছেন তার অনুসারী নেতাকর্মীরা।
বিস্ফোরক মামলায় আরিফুল হক চৌধুরীর জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্টজন হিসেবে পরিচিত মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবদুর রকিব চৌধুরী।
তিনি জানান- আরিফুল হক চৌধুরী নিজের ও তার অসুস্থ মায়ের সুচিকিৎসার জন্য আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী শেষে ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।
বিস্ফোরক মামলার শুনানীতে আরিফুল হকের পক্ষে শুনানীতে অংশ নেন মঞ্জুর উদ্দিন আহমদ ফাহিম, সালেহ উদ্দিন আহমদ ও মনসুর উদ্দিন ইকবাল। সরকার পক্ষে ছিলেন পিপি সিরাজুল হক।
প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে আসামী করা হয় আরিফুল হক চৌধুরী। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তিনি হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রনালয় মেয়রের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে।