মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ, ২০১৬ ৫:৪৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫১১ বার পঠিত

নিউজ ডেস্ক :: অবশেষে ভারপ্রাপ্তের ভার উঠলো মির্জা ফখরুল ইসলামের ওপর থেকে। কাউন্সিলের ১১ দিন পর আজ তাকে বিএনপির মহাসচিব ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুল ইসলামই থাকবেন আগামী কাউন্সিল পর্যন্ত বিএনপির মহাসচিব। রুহুল কবির রিজভীকে করা হয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব।
উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মার্চ বিএনপির বর্ষীয়ান মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।
দীর্ঘ প্রায় ৫ বছর ধরে তিনি কিছু বিতর্ক ছাড়া সফলতার সাথেই বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ এই সময়ে তার বিরুদ্ধে আলোচিত কোন অভিযোগ নেই। তবে রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তাকে নিয়ে নেতাকর্মীদের মাঝে কিছু নেতিবাচক মনোভাব রয়েছে।