ডিগ্রি পরীক্ষার সময় পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ, ২০১৬ ১১:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৯৭ বার পঠিত

নিউজ ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) ১০ এপ্রিলে অনুষ্ঠেয় রাষ্ট্রবিজ্ঞান/উদ্ভিদ বিজ্ঞান/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৪র্থ পত্রের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে দুপুর ২টার পরিবর্তে একই দিন সকাল ৯টায় উপরোক্ত বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।