শনিবার (২ এপ্রিল) ঢাবির সিনেট ভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ আইন অচল হয়ে গেছে। এসব আইনের ব্যবহারের কার্যকারিতা অনেক কম। এসব আইনের ব্যাপক সংস্কার করা না হলে বিচার বিভাগ আরো মুখ থুবড়ে পড়বে।’
তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের বেশির ভাগ আইন বিষয়ে অজ্ঞ। এজন্য আইনের যুগোপযোগী সংস্কার করা সম্ভব হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘এর আগে সংসদে আইনের ওপর ব্যাপক আলোচনা-বিতর্ক হতো। কিন্তু এখন কোনো বিতর্ক হয় না, আলোচনা হয় না। ফলে আইনসভায় আইনের চর্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এ জন্য এখনকার প্রত্যেকটা আইন ত্রুটিপূর্ণ থেকে যায়। জনগণ ভোগান্তিতে পড়ে যান। বিচার বিভাগে চাপ পড়ে।’
উচ্চ আদালত ও নিম্ন আদালতের রায় কেনা বেচা হয় কারো কারো এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটি ঠিক নয়। এদেশের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় দুর্নীতি সেক্ষেত্রে বিচার বিভাগেও হতে পারে তবে সেটি অনেক বেশি নয়, ৫ থেকে ১০ ভাগ।’
প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে চলছে আন্দোলন।