এবার নিজেদের ১৫ সদস্যের শিরশ্ছেদ করেছে আইএস
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০১৬ ৭:৪৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: এবার সিরিয়ায় নিজ দলের ১৫ সদস্যের শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস)। গতকাল রোববার সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ খবর জানিয়েছে।
জানা গেছে, গত শনিবার আইএসের আস্তানা রাক্কা থেকে বিভিন্ন অভিযোগে ৩৫ জন আইএস সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে গত বুধবার আইএসের শীর্ষ নেতা আবু হিজা আল তিউনিসি বিমান হামলায় নিহত হন। এই শীর্ষ নেতার হত্যার সঙ্গে আইএসের ওই অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লেষ ছিল বলে প্রমাণ পাওয়ার পরই তাদের আটক কারা হয়। পরে শিরশ্ছেদে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে আইএস। রয়টার্স