বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সফিক আলীর বাড়ি এ ঘটনা ঘটে।
ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসীর ভাই ফজর আলী জানান,রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় ১৪/১৫ জনের একটি ডাকাতদল ঘরের কলাপসেবল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে ফেলে।
এসময় ফজর আলী, তার ভাই আজর আলী ও ভাতিজা মোজাহিদ আলীর হাত বেঁেধ তাদেরকে মারধর করে এবং ঘরে থাকা সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, ১টি মোবাইল সেট ও মূল্যবান কাপড়সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।