তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০১৬ ১০:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪০ বার পঠিত

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি। পাওয়া যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ। আজ এ কথা জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।
গত সপ্তাহে দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে একই কবরে তনুকে দাফন করা হয়।
উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশের ঝোপের মধ্যে পাওয়া যায়।