সিলেটে ৬ রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল, ২০১৬ ১০:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫১৩ বার পঠিত

নিউজ ডেস্ক :: সিলেটে ছয়টি রেস্টুরেন্ট থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী ও নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে কদমতলীর আল-আমিন সুইট মিট ও আল মুরাদ রেস্টুরেন্টকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা এবং স্টেশন রোডের ওয়াদি রেস্টুরেন্টকে ৫ হাজার, ইসলাম রেস্টুরেন্টেকে ১০ হাজার ও রিকাবীবাজার নূরি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ও আতাউল গনি ওসমানীর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।