বিবৃতিতে নেতারা বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী অান্দোলনের অাপোষহীন মহানায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী গুমের ৪ বৎসর অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত ফিরে না পাওয়ার আমরা গভীর ভাবে উদ্দীগ্ন।
বিবৃতিতে বলেন, বিরোধী দলের রাজনীতি ও নেতাদের নির্মূল করতে ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। দেশে গুমের রাজনীতি চলতে থাকলে গনতন্ত্র ও রাজনীতির মৃত্যু হবে। ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে দেশ প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
১৭ই এপ্রিল ইলিয়াস আলী গুমের চার বছর পূর্তিতে বেলজিয়াম বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলম হোসেন সাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানান।