বানিয়াচঙ্গে আ.লীগ প্রার্থীর কেন্দ্র দখলের চেষ্টা, আহত ১০
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কন্দকার মহল্ল ভোটকেন্দ্রটি দখলের চেষ্টা করেছে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমানের সমর্থকরা। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন ভোটার আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হঠাৎ করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের লোকজন ওই কেন্দ্রটি দখলের চেষ্ঠা করে। এ সময় তাদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন ভোটার আহত হয়েছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ ঘটনার সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে সাংবাদিকেদর বাধা প্রদান করেন এবং কয়েকজন সাংবাদিককে লাঞ্চিত করেন কেন্দ্রের দ্বায়িত্বে থাকা সহকারি ভূমি কমিশনার (এসিলেন্ড) রায়হানুল হারুন। পরে আইনশৃঙ্কলা বাহিনির কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হয়।
এ ঘটনায় দুপুর আড়ইটা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকে।
এদিকে, এ ঘটনার পর থেকে আতঙ্কে ওই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কমে গেছে। কয়েক মিনিট পর পর একজন ভোট দিতে আসছেন।