কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, অর্গানাইজেশন সেক্রেটারী সৈয়দ এলাহী পাপ্পু, সৈয়দ আব্দুল করিম রুমেল, তোহেল খান, সাইদুর রহমান ফেরদৌস, ট্রেজারার, সৈয়দ করিম সায়েম, মো: সাইফুল ইসলাম মাকিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী আবু নাসের চৌধুরী রাহি, ইমদাদুর রহমান রাসেল প্রমুখ।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে’র নতূন কমিটিকে অভিন্দন জানিয়েছেন মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার এর সম্পাদক মকিস মনসূর আহমদ।
এক বিবৃতিতে কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে মৌলভীবাজার জেলায় ক্রিকেটের অবকাঠামোগত পরিবর্তন এবং উন্নয়নকল্পে ভূমিকা রাখতে পারবেন বলে আমার আশাবাদ ব্যাক্ত করেন |