ডিজেলের দাম কমলেও বাস ভাড়া কমার লক্ষণ নেই

নিউজ ডেস্ক :: রাজধানীতে প্রায় অর্ধেক বাস ডিজেল চালিত হলেও কমছে না ভাড়া। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমিয়েছে সরকার। সে হিসাবে বাসের ভাড়াও কমার কথা ছিল।
গ্যাসের দাম বৃদ্ধি পেলে গত অক্টোবরে বাড়ানো হয় ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচ জেলা এবং চট্টগ্রাম মহানগরে চলাচলকারী সিএনজিচালিত বাসের ভাড়া। বর্তমানে নগর পরিবহনে বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা। গত দুই দশকে ১৪ বার বাড়ানো হয়েছে বাসের ভাড়া।
বর্তমানে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে অধিকাংশ বাস চলে ডিজেলে। বিআরটিএর হিসাবে রাজধানীতে চলাচলকারী বাসের সংখ্যা ৬ হাজার ৪৩৫টি। এর মধ্যে ২০ থেকে ২৫ ভাগ গ্যাসচালিত। আগে এই সংখ্যা প্রায় ৮০ ভাগ ছিল। এসব বাস এখনও গ্যাসচালিত হিসেবে চিহ্নিত থাকায় রাজধানীতে ভাড়া কমার সম্ভাবনা নেই।
বাস মালিকরা বলছেন, কাগজ-কলমে রাজধানীর গণপরিবহন গ্যাসচালিত; তাই তেলের দাম যতই কমানো হোক, রাজধানীতে বাস ভাড়া কমার সম্ভাবনা তেমন নেই।