দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।
এ সময় বিমানবন্দরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ব্যাংককে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় স্ত্রী রাহাত আরা বেগম তার সঙ্গে ছিলেন।
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অধীনে চিকিৎসা নিয়েছেন ফখরুল।
গত বছরও দুই দফায় সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সে সময় চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান ফখরুল। এরপর গত ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে আবার সিঙ্গাপুরে যান তিনি।
নাশকতার কয়েকটি মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন ফখরুল।
বিএনপির মহাসচিবের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত বছর ১৪ জুলাই ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয় সুপ্রিম কোর্ট।