সোমবার (১৬ মে) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে সাঈদ খোকনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা দেখেছেন, ষড়যন্ত্র এখনো চলছে। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের পর শুনছি, পাকিস্তান নাকি জাতিসংঘে যাবে। এর চেয়ে লজ্জার কিছু নেই। একাত্তরে তারা শুধু আত্মসমর্পণই করেনি, আমাদের পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছে, সেই রকম শিক্ষা দেওয়া হবে। পাকিস্তান যদি জাতিসংঘে যায়, আমরাও তার সমুচিত জবাব দেবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মো সাইদুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রাকিব উদ্দিন এবং সচিব খান মো. রেজাউল করিম।