সোমবার (১৬ মে) বিকেল পৌনে ৩টার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের ঘোষপাড়ায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত সুমন উপজেলার আট্টাকী গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সুমনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে তার স্বজনেরা লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, সোমবার বিকাল পৌনে তিনটার দিকে আট্টাকী গ্রামের ঘোষপাড়ার শেখ আব্দুস সাত্তারের বাড়িতে বিকট শব্দে বোমা বিস্ফোরতি হয়। বোমা বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ও সুমনের পরিবারের সদস্যরা বাড়ির খড়ের গাদার পাশ থেকে তাকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়ার পর সুমনের মৃত্যু হয়।
বোমা তৈরি করতে গিয়ে সুমনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি উদ্দেশ্যে এই বোমা তৈরি করা হচ্ছিল এবং এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সুমনের মা পারুল বেগমকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রাত সাড়ে ১০টায় পর্যন্ত সুমনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে দেখা গেছে।