বুকে ব্যথা নিয়ে সিএমএইচে এরশাদ
প্রকাশিত হয়েছে : ১৯ মে, ২০১৬ ৮:৩০ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৯ বার পঠিত

নিউজ ডেস্ক : বুকে ব্যথা ও চোখের সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে তিনি সিএমএইচে ভর্তি হন। তাকে সাময়িক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভিআইপি কেবিনে ভর্তি আছেন বলে একটি সূত্র জানিয়েছে।
তবে এরশাদের ব্যক্তিগত সহকারী সুনীল শুভ রায় বাংলামেইলকে বলেছেন, ‘এটি নিয়মিত চেকআপের অংশ। অন্য কোনো বিষয় নয়।’ এর আগেও বেশ কয়েকবার এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।