সিলেটে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক :: সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে এমরান আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।
দুর্ঘটনায় আহতরা হলেন- পাবেল, জসিম উদ্দিন, পারভেজ, আনোয়ার হোসেন ও হাজেরা বিবি।
মঙ্গলবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সিএনজি অটোরিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়- সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশাচালক এমরান।
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।