বাজেটকে স্বাগত জানিয়ে প্রবাসী নেতৃবৃন্দের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৬ জুন, ২০১৬ ১১:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৭০ বার পঠিত

প্রবাস ডেস্ক:
ইউকে আওয়ামীলীগের সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ ও সম্পাদক এম এ মালিক এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট সংসদে উপস্থাপন করায় অভিনদন জানানোসহ বিশাল অংকের এই শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব, জনজীবনের মানোন্নয়ন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের বাজেট বাস্তবায়ন শুধুমাত্র দেশরত্ন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দ্বারাই সম্ভব বলে অভিমত জানিয়েছেন।