হাসপাতালে ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: বিভিন্ন পত্র পত্রিকাসহ অনলাইনে ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ শিরোনামে প্রকাশের পর ঘটনার চতুর্থ দিনে গতকাল সোমবার দুপুরে চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমানের নেতৃত্বে রানীরবন্দর প্রাইভেট পলিটেক হাসপাতাল পরিদর্শন করেন।
এছাড়া ছাত্রীর পরিবারের সাথে দেখা করেন। গত ১২ জুন শুক্রবার রাণীরবন্দর চাইল্ড কেয়ার স্কুল ছাত্রী নাছরিন আক্তার এর ভুল অপারেশনে মৃত্যু হয়। এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলে রাণীরবন্দর বাজারে দফায় দফায় চলছে বিক্ষোভ সমাবেশ, মিছিল, মিটিং অথচ চিরিরবন্দর থানা পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করে।
অনুমোদনহীন হাসপাতাল হওয়ার পরেও থানা প্রশাসন কেন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো স্থানীয় প্রশাসনের উপর ভর করে দায় ভার এড়ানোর ভান করছে বলে এলাকা বাসী জোড় দাবি জানিয়েছে।
অন্য দিকে অভিযোগে প্রকাশ থাকে যে, ডাক্তার আবদুল্লাহ আল মাফি পাকেরহাট হাসপাতালে যোগদান করার পর থেকে হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীকে রাণীরবন্দর কসাইখানা পলিটেক হাসপাতালে পাঠিয়ে অপারেশন সেখানেই সম্পন্ন করে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে।
তবে এ বিষয়ে সরজমিনে ননডিগ্রীধারী সার্জারি প্রশিক্ষণ ডাক্তার খানসামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচ এ মাফির সাথে সাক্ষাতে কথা বলতে চাইলে তাকে কর্মস্থল পাওয়া যায়নি। তবে মুঠোফোনে যোগাযোগ করলে খানসামার আবাসিক মেডিকেল অফিসার মোঃ কামাল হোসেনের সাথে কথা বলতে বলেন।
পরে কামাল হোসেনের সাথে কথা বললে হাসপাতালের বড়বাবু কমলার সাথে কথা বলার জন্য বলেন। কমলা বাবুর সাথে কথা হলে কমলা বাবু স্যারের অথরিটি ছাড়া তথ্য দেয়া যাবেনা বলে পরিষ্কার জানিয়ে দেয়।
এদিকে নাছরিন আক্তারের অকাল মৃত্যুতে চাইল্ড কেয়ার স্কুলের পক্ষ থেকে এক শোক বার্তা জানানো হয়েছে।