ঐতিহাসিক ৭ই জুন উপলক্ষ্যে ইউকে ওয়েলস আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিবৃতি

যুক্তরাজ্য প্রতিনিধি:: ইউকে আওয়ামীলীগের সদস্য ও ওয়েলস আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ ও ওয়েলস আওয়ামীলীগ এর সম্পাদক এম এ মালিক এক যুক্ত বিবৃতিতে বলেছেন ঐতিহাসিক ৭ই জুন, ছয় দফা দিবস বাঙালী জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর একটি দিন। ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে। আর এ ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ছয় দফা ছিল স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র তথা অঙ্কুর। বিবূতিতে ওয়েলস আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন আজকের এই দিনে জাতির পিতাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি। যাঁর জন্য আজ আমরা পেয়েছি স্বাধীন সাবভৌম বাংলাদেশ। তারা জাতিরজনক এর সপ্ন সোনার বাংলা প্রতিষ্টা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে সরকারকে সহযোগীতা করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।