ভৌতিক ছবি দেখার সময় প্রাণ গেলো বৃদ্ধের!
প্রকাশিত হয়েছে : ১৮ জুন, ২০১৬ ৬:৩২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: সদ্য মুক্তি পাওয়া হলিউডের ভৌতিক ছবি ‘দ্য কনজুরিং ২’ দেখার সময় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাজ্যের তিরুভান্নামালাই শহরের শ্রী বালাসুব্রামনিয়ার সিনেমা হলে বৃহস্পতিবার (১৬ জুন) রাতের শো দেখতে যান ওই বৃদ্ধ। এক পর্যায়ে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন।
জি রাম মোহন ও এইচ প্রসাদ নামে দুই প্রতিবেশী জানান, দ্রুত তাকে হাসপাতালে নিলে পথেই মৃত্যু হয়।
এদিকে ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।