নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাশ ভট্টাচার্য জানান, এহতেশামুল হক ভোলা ও মনির নামের ওই দুইজনকে মঙ্গলবার ভোররাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ভোলা কয়েক দিন আগেই আটক হয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এলেও পুলিশ তা স্বীকার করেনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া দুজনই কিলিং মিশনে অংশ নিয়েছিল।