রাজধানীতে ট্রেনের ধাক্কায় আহত তরুণীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ জুন, ২০১৬ ৫:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৫৬ বার পঠিত

নিউজ ডেস্ক: রাজধানীর গুলবাগে ট্রেনের ধাক্কায় আহত পোশাক শ্রমিক লিমা আক্তারের (১৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
তিনি জানান, গুলবাগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় আহত হন লিমা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিমা মালিবাগে পোশাক কারখানায় কাজ করতেন এবং গুলবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। লিমা বরিশাল বাকেরগঞ্জের বাবুল মিয়ার কন্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছিলো।