বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র সাধারন সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদের জন্মদিনের শুভেচ্ছা

১১ই জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সিপিবি , উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সি পি বি লিডার এডভোকেট নিলিমেষ ঘোষ বুলু, সিপিবি লিডার আবু ইয়াহিয়া মুজাহিদ, এডভোকেট মকবুল হোসেন , এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস, এডভোকেট মাসুক মিয়া, রমাপদ ভট্টাচার্য , মীর ইউসুফ আলী , জহর লাল দত্ত , আব্দুল হাফিজ চৌধুরী ইমু, আবু রেজা সিদ্দিকী ইমন, কামরুল হাসান মিজু , সাজু দেবরায়, রনি পাল, সুবিনয় রায় শুভ , এডভোকেট এ এম ইয়াহিয়া মুজাহিদ , আব্দুল খালিক , খন্দকার মুহাম্মদ হোসেন কুটি, শাহ অলিদুর রহমান, মেহেদী হাসান , মুজাহিদ আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ । ফুলেল শুভেচ্ছার মাধমে নেতৃবৃন্দ তাদের নেতার সুসাস্থ ও দীঘায়ু কামনা করেছেন।