পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও বৈঠক করবে সরকার
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই, ২০১৬ ১২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬০৪ বার পঠিত

নিউজ ডেস্ক :: পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ বৈঠক হবে। আর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে ১৭ জুলাই বৈঠক হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে শিক্ষার্থীদের অনুপস্থিত থাকার বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত যথার্থ নয়। তিনি বলেন, এক সেমিস্টার নয়; বরং টানা ১০ দিন অনুপস্থিত থাকলেই এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মন্ত্রী বলেন, তাঁরা সেখানে নজর রাখেন না, তা না। এখন জঙ্গিরা।