রিয়াদে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী নিহত

প্রবাস ডেস্ক :: সৌদি আরবের রিয়াদের নাসিম এলাকার নাখিলে রাস্তা পারাপারের সময় গাড়ির আঘাতে আব্দুল মালেক (৪২) নামে এক বাংলাদেশী নিহত হন । শুক্রবার রাত আনুমানিক ৯.৩০টায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের নিকট আত্মীয় ওমর ফারুক জানান, তিনি রুটির (কোরছান) দোকানে কর্মরত ছিলেন । ঐদিন নাখিলে রাস্তা পারাপারের সময় এক সৌদি নাগরিকের গাড়ির আঘাতে মালেক রাস্তায় পড়ে যায় । হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । বর্তমানে তার মৃতদেহ সিমোছি হাসপাতালে রাখা আছে ।
নিহতের বাড়ী চাঁদপুর জেলার শাহরাস্তির নাউড়া গ্রামে । তার পিতার নাম খলিলুর রহমান ।
আব্দুল মালেক প্রায় দশ বছর যাবৎ সৌদি আরবে কাজ করে আসছিলেন। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক ছিলেন।নিহতের নিকট আত্মীয়রা বাংলাদেশে লাশ প্রেরনে এবং ক্ষতিপূরন আদায়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য রিয়াদস্হ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।