নিহত লাকী ঘাগলী নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে নারায়ণপুরের যতীন্দ্র দাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ঘাগলি এলাকায় সুনামগঞ্জ-দিরাই সড়ক পার হচ্ছিল লাকি। এসময় মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এ ঘটনার পর সুনামগঞ্জ-দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।