শনিবার (১৬ জুলাই) আওয়ামী লীগ প্রতিনিধিরা লন্ডনের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল ফারুক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মৎস্য ও প্রাণিসম্পদ-বিষয়ক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং আওয়ামী নেতা দীপক তালুকদার।
আগামী ১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা ও মানবাধিকারসহ চলমান পরিস্থিতি উঠে আসতে পারে বলে ধারাণা করা হচ্ছে।