বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচীবকে লন্ডনের টাওয়ার হেমলেটসের স্পীকারের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই, ২০১৬ ৮:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৮১৫ বার পঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি:: গত ১৮ই জুলাই কাউন্সিল ভবনে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র মহাসচীব ড. সাইফুল ইসলাম দিলদার এবং ঢাকা মহানগরের গভনর সীকান্দর আলী জাহিদকে লন্ডন টাওয়ার হেমলেটসের স্পীকার খালিস উদ্দিন এর পক্ষ থেকে এক সম্বধনা প্রদান করা হয়েছে।
অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি কমিউনিটি লিডার অাবদুল অাহাদ চৌধুরী. সাধারন সম্পাদক তারাউল ইসলাম, ওয়েষ্ট মিনিষ্টার সভাপতি মাসুদুল ইসলাম, ইউকে সহ-সভাপতি আনসার আহামেদ উল্লাহ. যুবনেতা ,জামাল আহামেদ খান সহ প্রমুখ নেতৃবৃনদ উপস্থিত ছিলেন ।