কমলগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই, ২০১৬ ৮:০৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৬৭ বার পঠিত

মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে সিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে কমলগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল জলিল (৩৫) ও স্মরণ দেব বর্মন (৪৫)। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলায় বলে পুলিশ জানায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হোসেন জানান ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দু’জনই দীঘদিন ধরে পলাতক ছিলেন।