ভারত সরকারকে বাংলাদেশের দেয়া এক তালিকার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে দৈনিকটি।
গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের করা মামলাতেও আসামি করা হয়েছে এই তামিম চৌধুরীকে।
মামলায় তার বিরুদ্ধে জেএমবি ও সমর্থনপুষ্ট অন্যান্য সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদেরকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে সহায়তা ও প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে। তামিমকে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীও (মাস্টারমাইন্ড) বলা হচ্ছে।