কোটালীপাড়া থানার এসআই এস এম আজিজুর রহমান জানান, কুরপালা গ্রামের শাজাহান ফকিরের স্ত্রী আনজুয়ারা
বেগম গত কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। এজন্য স্ত্রীর চিকিৎসার জন্য কবিরাজ আক্তারুজ্জামানকে ডেকে আনেন শাজাহান। কবিরাজ তাকে জানান, আনজুয়ারাকে জ্বিনে ধরেছে।
সোমবার সকালে কবিরাজ আনজুয়ারার মুখে গামছা ঢুকিয়ে জ্বিন তাড়ানোর চিকিৎসা শুরু করেন। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আনজুয়ারা। পরে এলাকাবাসী ওই কবিরাজকে আটকে পুলিশে সোপর্দ করেছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কবিরাজ আক্তারুজ্জামান উপজেলার গোপালপুর গ্রামের আশরাফ আলী খানের ছেলে। ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ গোপালগঞ্জ আড়াইশ’ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আজিজুর রহমান।